25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকদের জন্য ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজলভ্য করা হয়েছে।

রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফারিদুর রহমান।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,
“নাগরিকদের যেন ভূমি অফিসে না গিয়ে অনলাইনেই সব সেবা পান, সে লক্ষ্যেই এই ভূমি মেলা। ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও সহজতা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”

মেলায় বিভিন্ন স্টলে দেওয়া হচ্ছে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবা। আগত সাধারণ মানুষ এসব সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন।

এছাড়াও, ভূমি সেবা সহজ করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও ই-পেমেন্ট গেটওয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যাতে ঘরে বসেই ভূমি-সংক্রান্ত সব ফি পরিশোধ করতে পারেন সাধারণ নাগরিকরা।

ভূমি মেলাটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে সকলের জন্য।

সংশ্লিষ্টরা বলছেন,
“ভূমি সেবাকে জনগণের কাছে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে হবিগঞ্জের এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর