25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাইয়ে ৪ স্কুলে ২০০+ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা দিল রওশন শফিক ফাউন্ডেশন

আরও পড়ুন

চট্টগ্রাম মিরসরাই প্রতিনিধি:::

মিরসরাইয়ে মানবিক সংগঠন রওশন শফিক ফাউন্ডেশন ৪টি বিদ্যালয়ে টিউশন ফি এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে।বুধবার ৭ ই মে জোরারগঞ্জে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ সব উপকরণ বিতরণ করা হয়।

২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ষষ্ঠ বছরের ন্যায় দাতব্য সংস্থাটি শিক্ষা উপকরণ বিতরন করে সুবিধাবঞ্চিত, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে চলেছে।

এবছর মানবহিতৈষী সংস্থাটি আলহাজ্ব বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ আইডিয়াল একাডেমি এবং জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষার্থীর মাঝে টিউশন ফি, জুতা, খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজারসহ অন্যান্য উপকরণ বিতরণ করে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে রওশন শফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী (নসু), কো-অর্ডিনেটর আমিনুর রহমান চৌধুরী (মামুন), সদস্য, জিয়াউর রহমান চৌধুরী,বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী উম্মে নাহার, জোরারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াসমিন, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ, জোরারগঞ্জ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আছাদুল হক চৌধুরী,মিরসরাই শাখা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ নুরুল কবীর সহ শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্থাটির চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী (নসু) এবং কো-অর্ডিনেটর আমিনুর রহমান চৌধুরী (মামুন) শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্থার মানবিক প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর