25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ি গোলাবাড়ি ইউনিয়নে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের নমুনা শস্য কর্তন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি জেলা::

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়া এলাকায় নমুনা শস্য কর্তন কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সকালে এই কর্মসূচির শুরু করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি তার বক্তব্যে বলেন, “পাহাড়ে পুরুষদের পাশাপাশি নারীরাও অত্যন্ত পরিশ্রমী। তাদেরকে উৎসাহ দিতে এবং কৃষিকে আরও গতিশীল করতে এই ধরনের কার্যক্রম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সবসময় কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ।

অনুষ্ঠানে উপ-পরিচালক মো. বাছিরুল আলম জেলার ধান চাষ উৎপাদনের বর্তমান অবস্থা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি জানান, পার্বত্য অঞ্চলের মাটির প্রকৃতি ও আবহাওয়া তেলজাতীয় ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী।

অনুষ্ঠান শেষে শস্য কর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়, যা আগামী কৃষি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর