26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৯ টার দিকে নাটোর জর্জ কোর্ট প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম একরামুল হত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন,নাটোর জজ কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর,সাধারন সম্পাদক শরিফুল হক মুক্তা সহ কোর্টের বিচারক আইনজীবী ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পরে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর