25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে বোদায় গ্রাম গঞ্জে বিক্ষোভ

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:::

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ের বোদা উপজেলার গেদের গুড়ী নামক স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

এসময় বিক্ষোভকারীরা গ্রাম গঞ্জের বিভিন্ন রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি জাতিসংঘের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এদিন বিভিন্ন এলাকা থেকে আসা যুব সমাজ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা ও এলাকাবাসীর বিক্ষোভকারীদের ঢল নামে । শুক্রবার ( ১১ মার্চ ) জুমার নামাজের পর উপজেলার গেদের গুড়ী বাজারের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় যুব সমাজ, শিক্ষক, ছাত্র জনতা ছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সমাবেশে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

এসময় বক্তারা আরও বলেন,যেখানে শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানেই অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন থামে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এসময় নানান স্লোগানে মুখর ছিল পুরো এলাকা । সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর