24.5 C
Dhaka
Friday, October 3, 2025

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া সেই ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার-৪

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ১৮ ঘণ্টা পর আবারো তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে নাটোর লালপুর উপজেলার শেষ সীমানা ও পাবনা জেলার ঈশ্বরদী থানার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া সকালে রুবেলের বোনসহ আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কালকের অপ্রীতিকর ঘটনায় পরবর্তীতে পুলিশ আসামি ধরতে ব্যাপকভাবে অভিযানে নামে। পরে বুধবার দুপুরে নাটোরের পার্শ্ববর্তী থানা পাবনা জেলার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে ওসি নিজে উপস্থিত ছিলেন। এর আগে সকালে এই ঘটনায় লালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেলের বোনসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি রুবেল উদ্দিনকে গতকাল মঙ্গলবার বিকেলে গৌরিপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। তার পরপরই থানা চত্বরে ছাত্রদল ও যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হয়ে থানা থেকে রুবেলকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর