25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

ইসরাইল রাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত’

চট্টগ্রামে মানববন্ধনে ব্যারিস্টার মীর হেলাল

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক:::

বিশ্ব মানবতা বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, মুসলিম হিন্দু বলতে কোন কথা নাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারাই বিশ্ব মানবতার শত্রু। ফলে ইসরাইল রাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত।

বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লবী উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিন উপর ইসরাইল ইহুদিদের বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই আয়োজন করা হয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জাতিসংঘের নিশ্চুপ থাকা ইহুদিদেরকে আরো উৎসাহিত করছে। আমরা জাতিসংঘ কে ফিলিস্তাইনের জনগণের পক্ষে ইসরাইলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। দেশের জনগণকে ইসরাইলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাসানসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর