25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ আটক-২

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে পৃথক ২টি অভিযানে হেরোইনসহ তৌহিদুল হাসান শিপন (৩২) ওসাদিকুল ইসলাম(৪০) নামের দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরাইন সহ তাদের আটক করা হয়। আটক তৌহিদুল হাসান শিপন ঢাকা শহরের পল্লবী থানার সেকশন ১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

একইদিনে অপর একটি অভিযানে দুপুর ১২ টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদিকুল ইসলাম(৪০) নামের একজনকে জুতার মধ্যে রাখা ৮০ গ্রাম হেরোইন সহ আটক করা হয় আটক সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে।

হেরোইনসহ তাদের দুইজনকে আটকের বিষটি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, আটককৃতদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর