25 C
Dhaka
Thursday, October 2, 2025

সঞ্জীবন যুব সংস্থার সাত বছর পূর্তি

আরও পড়ুন

প্রতিষ্ঠার সপ্তম বর্ষে পদার্পণ করলো বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত সমাজসেবামূলক সংগঠন ‘সঞ্জীবন যুব সংস্থা’। ২০১৭ সালের ১০ মার্চ ময়মনসিংহ শহরের মোহাম্মদ আলী রোডের এক বাসায় আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করা প্রতিষ্ঠানটি দীর্ঘ ছয় বছরের পথচলায় অর্জন করেছে সাফল্যের নানা উপলক্ষ্য। বর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করতে স্বীয় ওয়েবসাইট এর নতুন ইউআরএল প্রকাশ করেছে সংগঠনটি (www.sonjibon.org.bd)।

শুক্রবার (১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে সঞ্জীবন যুব সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “প্রতিষ্ঠার পর নানা বন্ধুর পথ পেরিয়ে সাফল্যের সপ্তম বর্ষে পদার্পণ করেছি আমরা। ‘স্ট্যান্ডস ফর দ্যা সোসাইটি’ -স্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১০ মার্চ ময়মনসিংহ শহরে মাত্র ৩১ জন সঙ্গী নিয়ে যে যাত্রা সঞ্জীবন শুরু করেছিলো, পথচলার ছয় বছরে তা ছড়িয়েছে দেশের অন্তত ৩৩ টি জেলা, ৫৯ টি উপজেলা এবং ১১ টি কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও পা রেখেছে সঞ্জীবন যুব সংস্থা। শাখা প্রতিষ্ঠা হয়েছে নেপাল এবং সুদূর চীন দেশে। সংগঠনের নিবন্ধিত সদস্য ও ভলান্টিয়ার সংখ্যা এখন প্রায় ছয় শতাধিক।”

বিবৃতিতে আরও বলা হয়, “কোভিড-১৯ ভাইরাসের প্রকোপে সারা দেশের মানুষের জীবনযাত্রা যখন স্থবির হয়ে পড়েছিলো, তখনও সাহসের প্রতীক হয়ে যে কয়টি সামাজিক প্রতিষ্ঠান সাধারণ মানুষের জন্য কাজ করেছে, তাঁদের মধ্যে অগ্রগণ্য সংগঠন সঞ্জীবন। মহামারীকালে স্বীয় পরিধিভূক্ত এলাকায় জীবাণুনাশক স্প্রে প্রয়োগ, বিনামূল্যে হাত ধোয়ার সাবান বিতরণ, অস্থায়ী বেসিন স্থাপন, স্বল্প পরিসরে টেলিমেডিসিন সেবা চালু, স্ব-গৃহে বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও লকডাউনে অসহায় হয়ে পড়া পরিবারের মানুষদের খাদ্যসামগ্রী পৌছে দেয়ার মতো কার্যক্রম পরিচালনা করেছি আমরা। অতিমারীর প্রকোপের মাঝেই রমজান মাসে প্রথমবারের মতো যাকাতের অর্থ অনুদান হিসেবে সংগ্রহ করে অসহায় পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধির জন্য সেলাই মেশিন দান এবং এতিম-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিও রয়েছে আমাদের করোনাকালীন অর্জনের ঝুলিতে।”

সঞ্জীবনের প্রেস রিলিজে আরও যোগ করা হয়েছে, “শিক্ষানুরাগী তরুণদের অলস সময়কে কাজে লাগাতে ছোটগল্প লিখন প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সাধারণ্যের মাঝে গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করেছি আমরা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সংগঠনের সরকারী নিবন্ধনও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়।”

উল্লেখ্য, সংগঠনটির বিগত ছয় বছরের পথ পরিক্রমায় উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে এবং বিনা বিনিময়ে রক্তদান, ব্লাড ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প পরিচালনা; শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম এর বিভিন্ন এলাকায় হাজারো বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি; প্রতি বছর শত-শত দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার আয়োজন এবং ঈদে ঈদসামগ্রী বিতরণ; অসহায় পথশিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ; বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণের প্রতিযোগিতা; স্বল্প পরিসরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান; বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক স্থাপন; শহর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা; দূর্নীতি দূরীকরণ, ডেঙ্গু ভীতি দূরীকরণ ও নিরাপদ সড়কের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন গঠনমূলক বিষয়ের উপর বিভিন্ন শিক্ষামূলক সেমিনার আয়োজন; স্কিল ডেভেলপিং প্রোগ্রাম আয়োজন; নিয়মিত বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচি পালন; ইতিহাস খ্যাত সমাজের কৃতী সন্তানদের স্মরণে নিয়মিত কর্মসূচি সহ প্রভৃতি।

প্রসঙ্গত, সঞ্জীবন যুব সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী এবং indianewsnetwork.com পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন। একই সঙ্গে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে, সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে বিগত চার বছর যাবত দায়িত্ব পালন করছেন নূর হোসেন হৃদয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর