সানাউল্লাহ রেজা শাদ:::
বরগুনায় ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে সাধারন শিক্ষার্থীদের”মার্চ ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ এপ্রিল ) সকাল ১১ টার দিকে।বরগুনা সরকারি কলেজের সামনে থেকে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে”মার্চ ফর প্যালেস্টাইন” মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
এই মিছিলে বরগুনার বিভিন্ন স্কুল,কলেজ ও নার্সিং কলেজ সহ কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
এসময় বরগুনার সাধারণ শিক্ষার্থীরা গাজার পক্ষে রাজপথে থাকার হুঁশিয়ারি জবাব দেয়।এবং ইজাইলি পণ্য বয়কট সহ বিক্রয় নিষেধাজ্ঞা জারি করে।