25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

শেখ অলিউর রহমান ওবিই নাইটহুড স‍্যার সম্মাননা লাভ করায় লন্ডনে সংবর্ধনা প্রদান

আরও পড়ুন

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক:::

বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট লন্ডন টি এস্কচেনজ এর স্বত্বাধিকারী শেখ অলিউর রহমান ওবিই ফিলিপাইনের পক্ষ থেকে নাইটহুড স‍্যার সম্মাননা লাভ করায় লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়। ড. জাকির খান, সাবেক স্পিকার আহবাব হুসেইন এবং সাংবাদিক মুস্তাক আলী বাবুলসহ বন্ধু মহলের আয়োজনে গত ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের গিল্ডহল চেম্বার রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ড. জাকির খান এবং সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হুসেইন এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা লন্ডন সিটি কাউন্সিলের কাউন্সিলর মনসুর আলী।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সংগঠন।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহগির বকত ফারুক, ইয়াওর খান, বশির আহমেদ, জিএলএ মেম্বার উমেশ দেশাই, দেলওয়ার হোসেন, আজিজ চৌধুরী, আজিজুর রহমান, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু ওবিই, সাবেক মেয়র ও কাউন্সিলর ফারুক চৌধুরী, সাবেক মেয়র ও কাউন্সিলর জোসনা ইসলাম, সাবেক স্পিকার ও কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল হাই, মোহাম্মদ নাজিমুদ্দিন, পারভেজ কুরেশী, ছাব্বির করিম, হেলেন ইসলাম, সুবহান আলী বারী, আবুল বাছির প্রমুখ।

উল্লেখ্য বৃটিশ বাংলাদেশী বংশোদ্ভূত শেখ অলিউর বহির্বিশ্বে চা শিল্পের উন্নয়নে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চা শ্রমিকদের মজুরী জীবন যাপনের মান উন্নয়নে ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স‍্যার উপাধি লাভ করায় ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
ফ্রিডম ফিফটি ও আয়োজক বন্ধু মহলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর