নিজস্ব প্রতিবেদক:::
“ঈদের আনন্দ ভরে উঠুক, সকল শিশুর প্রাণ ” এই স্লোগানে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোঁটাতে মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ “আয়োজন করছে ৪র্থ তম ঈদ উপহার বিতরণ কর্মসূচী।
গত ৩০মার্চ ২০২৫ ইং, রবিবার, নগরীর খুলশী নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মসজিদ প্রাঙ্গনে ভাসমান ছিন্ন মূল পথশিশুদের মাঝে ঈদের রঙিন জামা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ্ব মাও : মুহা: আবুল হাসান, বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ কুদরত বারী, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী এ কে এম জাকারিয়া, সহ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম, মুহা: শওকত আলী, আব্দুল বারেক রাজিব, মাহফুজুল ইসলাম ফাহাদ, আরমান হোসেন, জুয়েল হোসেন, রুবেল প্রমুখ।
বক্তারা বলেন ঈদ আনন্দের উৎসব আর এই আনন্দে ভাগীদার হওয়ার অধিকার সবার আছে।ঈদের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ধনী গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক।
সভাপতি বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে সামিল হোক। দুস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে প্রকৃত মানবতা ও উদারতা পরিচয় ঘটে। এই মানবিক কার্যক্রমের মধ্যে দিয়ে সমাজে সাম্য মানবিক ও ন্যায় প্রতিষ্টা করতে পারি।
পরিশেষে দোয়া ও মুনাজাতের পর ৫০ জন এতিম বাচ্চাদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।