24 C
Dhaka
Friday, October 3, 2025

নাটোরে পুকুর থেকে ৬ টি অস্ত্র উদ্ধার

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে একটি পুকুর থেকে ৪ টা‌ শর্টগানসহ ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাটোর সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র হলো— চারটি শর্টগান, ১ টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দু’জন ছেলে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখে একটি কম্বলে আটকে গেছে। পরে কম্বল টি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে আমরা এসে আলামত গুলো দেখি। এরপর নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুরে খুঁজতে গিয়ে আরো দুটো বাঁট ছাড়া ও দুটি বাঁটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়।

তিনি আরও বলেন, আগামীকাল পুরো পুকুরের পানি ছেঁচে নতুন ভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর