বিপ্লব তালুকদার খাগড়াছড়ি, প্রতিনিধি:::
এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব বলে মত ব্যক্ত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মাটিরাঙ্গার নতুন পাড়া এতিমখানায় শিক্ষার্থীদের সাথে ইফতার পূর্ব আলোচনায় এ কথা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
নতুন পাড়া কারিমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসার সভাপতি আবু আহমেদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা ও মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, দেশের অনেক শিশু অনাদরে অবহেলায় বড় হচ্ছে। আমাদের সমাজের মাদরাসাগুলো অনেক এতিম-অসহায় ছেলে-মেয়েদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এসব শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আসলে এতিম শিশু ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব। খাগড়াছড়ি জেলা পরিষদ এ সব প্রতিষ্ঠানের পাশে থাকবে সবসময়।
মাদরাসা সেক্রেটারি আবদুর রহিম’র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন ও প্রফেসর আবদুল লতিফ প্রমুখ। এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আল মামুন, মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নির্মানাধীন মাদরাসা ভবন পরিদর্শন করেন।