24.3 C
Dhaka
Friday, October 3, 2025

হবিগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:::

হবিগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২২মার্চ)পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

সভায় জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথমে কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, সমস্যা ও তাদের কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার তাদের দাবিদাওয়া শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

এরপর অপরাধ পর্যালোচনা সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে অপরাধ দমনে করণীয় নির্ধারণ করা হয়। সভায় মাদক,সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের ভূমিকা আরও জোরদার করার নির্দেশনা দেন পুলিশ সুপার।

জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যদের মধ্যে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।

পরবর্তীতে জেলার পুলিশ সুপারের উদ্যোগে ইফতার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর