গোপাল হালদার, পটুয়াখালী:::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী সদর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন সাগরকন্যা (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পটুয়াখালী সদর) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১১ই মার্চ ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সুপারিশক্রমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন ইশরাত ঐশি, যিনি পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল হক অভি, যিনি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: সাখাওয়াত জাকারিয়া ও তাওহীদা সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক: জাকারিয়া সিয়াম ও মুশফিকা জাহান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান হামিম, সহ-সাংগঠনিক সম্পাদক: এম এ জি অয়ন, দপ্তর সম্পাদক: মো: রেদোয়ান হোসেন, সহ-দপ্তর সম্পাদক, এ কে এম ইমরান সালেহীন, প্রচার সম্পাদক: মো: শফিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহ. আল আমিন আকন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইফরাদ জাহান তনিমা, শিক্ষা বিষয়ক সম্পাদক তামাচ্ছুন জাহান মোহনা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ফাতিমাতুজ জোহরা ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইমুর রহমান শান্ত, সদস্য জোবায়ের ইসলাম রাতুল, মো. ইকরামুল কবির, আমানতুল ইফাত ফারিশা, রুপশ্রী রক্ষিত
নতুন কমিটির সভাপতি ইশরাত ঐশি বলেন,
“সাগরকন্যাকে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা একসঙ্গে কাজ করবো। নতুন শিক্ষার্থীদের জন্য সহায়তা ও উন্নয়নমূলক কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আমিনুল হক অভি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী সদর উপজেলার শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে সংগঠনটিকে আরও সুসংগঠিত করবো।”
নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সংগঠনটির দায়িত্ব পালন করবে এবং সদস্যদের একতা, সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বলে আশা ব্যাক্ত করেছেন অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০০৮ সালের ৮ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাগরকন্যার প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পটুয়াখালী সদর উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের একক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। একাডেমিক ও সাংগঠনিক উন্নয়নের পাশাপাশি সংগঠনটি শিক্ষার্থীদের সহযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক দায়িত্ব পালনের জন্য কাজ করে যাচ্ছে।