বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় স্থানীয় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্তরা হলেন- বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের কাজী শহীদুল ইসলাম (২৫), কাথরিয়ার হালিয়া পাড়ার মো. জোবাইর (২৩), মো. আজম (২৫), ছনুয়া এলাকার মো. তৌহিদ (৩০)।
মামলা সূত্রে জানা যায়, ‘বিগত ১১ জুলাই ২০২৪ বাঁশখালী উপজেলার কাথারিয়ার হালিয়া পাড়া পয়েন্টের ঝাউবাগানে বাহারছড়া রত্নপুর স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক পিতৃহীন অসহায় মেয়েকে কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে গণধর্ষণ করে সংঘবদ্ধ একটি চক্র। পরবর্তীতে উক্ত ভিকটিম মামলা করার জন্য থানায় গেলে থানা মামলা নিতে গড়িমসি করে এবং ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন বলেন, ‘স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে গণধর্ষণ এবং মামলা করলে ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি পত্রিকায় সংবাদ দেখে আমি মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ ৬ জনকে আসামী করে মামলা করলে মাননীয় আদালত পিবিআই, চট্টগ্রামকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ জারী করেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আজ ৪জন ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৯(৩)/৩০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিজ্ঞ আদালত।’##