25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে ধর্ষণবিরোধী বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী::

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, ধর্ষকের কুশপুত্তলিকা দাহ এবং পাথর নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর বড় চৌরাস্তায় সংগঠনটির নেতাকর্মীরা সমবেত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ শেষে ধর্ষণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয় এবং পাথর নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়।

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ – পটুয়াখালী জেলার সভাপতি মোঃ মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মোঃ রিয়াজ, বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, ধর্ষণের বিরুদ্ধে শুধু আন্দোলন নয়, দেশে একটি শক্তিশালী আইনি কাঠামো দরকার, যেখানে অপরাধীরা দ্রুততম সময়ে শাস্তি পাবে। তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর