25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে পার্থ সারথী আশ্রমে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ অনুষ্টিত

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

খাগড়াছড়ির শ্রী শ্রী শংকরমঠ পার্থ সারথী আশ্রম এর উদ্যোগে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির সমন্বয়ে পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে দিনব্যাপী নানান ধর্মীয় কর্মসুচির মধ্যদিয়ে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্টিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাতটায় শংকর মঠ পার্থ সারথী আশ্রমে চণ্ডী পাঠের মধ্যদিয়ে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞের মুল অনুষ্টানের সুচনা হয়।অনুষ্টানের অন্যান্য পর্বে ছিল গীতাযজ্ঞ,মহা প্রসাদ বিতরন ও বিকেলে গীতাযজ্ঞের পূর্ণাহুতী

চট্রগ্রাম সীতাকুণ্ড শংকরমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মজারাজ গীতাযজ্ঞে পৌরোহিত্যে করেন।

এর আগে শংকরমঠ পার্থ আশ্রমে এসে মন্দির পরিক্রমা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
পরে চট্টগ্রাম শংকর মঠের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের এক পযার্য়ে শংকর মঠ পার্থ আশ্রমে বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে খোঁজ খবর নেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এসময় শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ ও শ্রীমৎ উত্তমানন্দ গিরি মহারাজ সহ আগত মহারাজরা গীতা পাঠ,ধর্মীয় আলোচনা করেন।

খাগড়াছড়ি শংকর মঠ পার্থ সারথী আশ্রমের সাধারন সম্পাদক সুমন আচার্য্য বিশ্বাস জানান এইবার ছোট পরিসরে বাৎসরিক এই অনুষ্টানটি আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত, স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি সুষ্টভাবে অনুষ্টানটি সুসম্পন্ন করতে সহযোগীতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর