30.7 C
Dhaka
Friday, October 3, 2025

নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে নিয়োগ পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক সি আর আবরার নামেই সমধিক পরিচিত। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

অধ্যাপক আবরার আগামীকাল বুধবার সকাল ১০টায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেবেন।

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরুর সময় থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। নতুন সিদ্ধান্তের ফলে তিন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রইলেন।

নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শরণার্থী ও শ্রমঅভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। তার জন্ম ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর যুক্তরাজ্যের সাসে ক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর