24.5 C
Dhaka
Friday, October 3, 2025

পঞ্চগড়ে ডাকাতচক্রের পাঁচ সদস্য আটক

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::

পঞ্চগড়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া থানার পুলিশ ।

রোববার (২ মার্চ) রাতে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় । এসময় তেঁতুলিয়ার ভজনপুর থেকে ডাকাতচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার ফকিরপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর রহমান (৪০) ও শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১ মার্চ) দিনগত রাত ১টার দিকে তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর এলাকার স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ৮-১০ জনের ডাকাতদল। ওই স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে বেঁধে রেখে মারধর করা হয়। এসময় তারা বাড়িতে থাকা ৩৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেন। পরে টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।এ ঘটনার পর ডাকাত ধরতে তেঁতুলিয়া-পঞ্চগড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ। রোববার সকালে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।্যস্কুলশিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘আমার বাড়ির দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। তারা দরজা ভেঙে আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশীয় অস্ত্র ছিল। পরে তারা আমাদের হাত পেছনে বেঁধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয় তারা।’পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ডাকাত চক্রের পাঁচজনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এখনো আমাদের অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর