25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

জকিগঞ্জে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আরও পড়ুন

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:

সিলেটের জকিগঞ্জে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনের বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামের মৃত. আজমুল আলীর ছেলে জিহাদ (৩২), একই ইউনিয়নের মাঝবন্দ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ জাবেদ (৩৫) ও জকিগঞ্জ পৌরসভার এলাকার পঙ্গবট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০)।

ডাকাত দলের সক্রিয় সদস্য জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩টি ডাকাতি ও ২টি চুরি মামলা রয়েছে এবং জসিম উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় ২ টি ডাকাতি ও ৪ মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান-এর নির্দেশে ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর