25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক জাহিদ হাসান।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি হবিগঞ্জ জেলা সংগঠক পলাশ মাহমুদ। আয়োজিত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সাজিদুর রহমান, দিলারা হোসাইন, রায়হান মিয়া, গিয়াস উদ্দিন, এনামুল হক, আনোয়ার হোসেন, মহিউদ্দিন অপু, আব্দুল মুকিত, দেওয়ান রাফি চৌধুরী, আলাউর রাহমান বামসি, রুহাম গাজী, শামীম আহমেদ, মিজানুর রহমান, এডভোকেট মনির হোসেন, মাহি চৌধুরী, সাজ্জাদুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান, ফয়েজ আহমদ, মাহিন আহমদ সাগর প্রমূখ। সভায় ২৮ ফেব্রুয়ারী জাতীয় নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ নিয়ে নিজেদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সভায় বক্তাগণ বলেন জুলাই আগষ্টের বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বিনির্মাণ বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন পথচলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এছাড়া নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভায় জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম জোরদার করতে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোসহ সংগঠনকে আরো বেগবান করতে সাংগঠনিক টার্গেট নিয়ে মাঠে কাজ করার সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর