25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে ৩ মণ গাজাঁ ও ৭ বোতল মদ জব্দ করছে বিজিবি

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:::

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি থেকে তিন মণ গাজাঁ ও সাত বোতল বিদেশী মদ জব্দ করছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার(২৩ফেব্রুয়ারি) রাতে সাতছড়ি বিওপি’র একটি টহল দল হাবিলদার মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় অভিযান চালিয়ে এসকল মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন,সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকসহ অন্য কোনো অবৈধ কার্যক্রমের তথ্য দিলে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

তবে অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৪,১৩,০০০/- (চার লক্ষ তেরো হাজার) টাকা। বিজিবি’র পক্ষ থেকে জব্দ মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর