25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙ্গামাটিতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত 

আরও পড়ুন

মো. সোহরাওয়ার্দী সাব্বির,  রাঙ্গামাটি :::

নির্বাচনের রোডম্যাপ ঘোষনাসহ নানা দাবিতে রাঙ্গামাটিতে  বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ , আইন শৃংখলার উন্নতি , পতিত  স্বৈরাচারের দোসরদের বিচার ও  দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে রাঙ্গামাটি জেলা বিএনপি বিশাল জনসভা করে।

বিএনপির জনসভায় যোগ দিতে পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলার পাহাড়ি বাঙ্গালী সর্বস্তরের  নেতাকর্মী ও সমর্থকরা রাঙ্গামাটি শহরে এসে জমায়েত হয়।

আজ সোমবার, বেলা ৩টায় রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয এই জনসভা।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবংদ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত এই জনসভা ঘিরে রাঙ্গামাটিতে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়।

জনসভা  সফল করতে  রাঙ্গামাটির এই জনসভা হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে।
নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে , দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবী জানান।
রাঙ্গামাটি জেলা বিএনপি’র স্মরণ কালের এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  হাবিব উন-নবী খান সোহেল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বিএনপির কেন্দ্রীয় নেতা
মাহবুবের রহমান শামীম, হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংস্কারের নামে কালক্ষেপণ না করে গনতন্ত্রের উত্তরনে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর