24.3 C
Dhaka
Friday, October 3, 2025

রমজানে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ পটুয়াখালীবাসীর

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’ কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। সংগঠনটি বাজারমূল্যের তুলনায় সাশ্রয়ী দামে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি করছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে ‘রমজানের বাজার’-এর উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি।

রমজানের বাজারে ছোলা, মসুর ডাল, তেল, মুড়ি, চিনি, চিড়া, খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।

উদাহরণস্বরূপ, বাজারে ছোলার দাম যেখানে ১২০-১৩০ টাকা, সেখানে এই বাজারে তা ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। মসুর ডাল বাজারে ১১০-১২০ টাকায় বিক্রি হলেও এখানে ৯০ টাকায় মিলছে। মুড়ির বাজারমূল্য ১১০-১২০ টাকা থাকলেও এখানে তা ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ২৩০-২৫০ টাকা দামের খেজুর এখানে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

চিনির বাজারমূল্য ১২০-১৩০ টাকা হলেও রমজানের বাজারে তা ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে। চিড়া বাজারে ৭০-৮০ টাকা হলেও এখানে তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লবণের বাজারমূল্য ৪০-৪৫ টাকা হলেও এখানে তা ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতি লিটার তেল বাজারদরের তুলনায় ১০-১৫ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে।

রমজানের বাজারে আসা পান বিক্রেতা সাফিয়া বেগম বলেন, আমার কোন ছেলে নাই। দুটি মেয়ে বিয়ে দিয়েছি তাও স্বামী ছেড়ে গিয়েছে। অনেক কষ্টে দিন যাচ্ছে। রমজান মাস নিয়ে খুব চিন্তায় ছিলাম এখানে কম দামে রোজার মালামাল পেয়েছি। আমার খুব উপকার হয়েছে।

ক্রেতা সোহেল খান বলে, স্বল্পমূল্যে মানসম্মত পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করছি। “পারিবারিক চাহিদা মেটাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এই বাজার থেকে কম দামে প্রয়োজনীয় জিনিস পাচ্ছি, যা আমাদের অনেক উপকার করছে।”

‘পটুয়াখালীবাসী’ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান জানান, “সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা।”

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এটি বেশ উপকারী।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর