25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরের বড়াইগ্রামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আইনুল হক হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই বিএনপি নেতা শামীম মোল্লা ও তোরাফ মোল্লার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,বনপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোল্লা আসাদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধা, বিএনপি নেতা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পারভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেমন মোল্লা।

মানববন্ধনকালে বক্তারা বলেন, ২০০২ সালের ২৮ মার্চ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলম মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে কে বা কারা রাতের আঁধারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইনুল হকের উপর হামলা চালায়। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা:বশত যুবদল নেতা শামীম মোল্লা ও বিএনপি নেতা তোরাফ মোল্লাকে আসামী করা হয়। পরে আদালত ২০২১ সালের ২১ সেপ্টেম্বর তাদের দুজনকে ফাঁসির দন্ডাদেশ দেন। এ ব্যাপারে আসামীপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও অদ্যাবধি তা নিষ্পত্তি হয়নি। তাই অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দেয়া ফরমায়েশী রায় বাতিল করে তাদের দুজনকে মুক্তি দেয়ার দাবি জানান তারা। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর