25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ঈদের আনন্দের মতো ভোট উৎসব হবে— ভোটে অপরাধ কর্মকান্ড কোন ক্রমেই হতে দেয়া হবে না – সিইসি

আরও পড়ুন

তানভীর আহমেদ::

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাছির উদ্দীন বলেন, সবার প্রতি নির্দেশ একটা যাতে সুন্দর নির্বাচন হয়। ভোট কেন্দ্রে বাধাপ্রধান, মানুষ মারার ঘটনা গুলো চলবে না। এসমস্ত অপরাধ কর্মকান্ড কোন ক্রমেই হতে দেয়া হবে না। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

শনিবার দুপুরে সিইসি’র ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মাষ্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। আপনার জমিটা যেভাবে পাহারা দেন। নিজের ভোটটিও একইভাবে পাহারা দিবেন। প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে। যাতে নির্বাচন সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১ টায় কুতুবদিয়ার সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজ বাড়ীতে পৌঁছেন। এখানে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরাআন একাডেমির পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারীসহ প্রমুখ। পরে, পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর যিয়ারত করে তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের সফরকে কেন্দ্র করে সফরস্থল ভিন্ন সাজে সাজানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর