25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে প্রগতি সংগীত বিদ্যালয়ের অমর একুশে উদযাপন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

খাগড়াছড়িতে প্রগতি সংগীত বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে উদযাপন উপলক্ষে বার্ষিক মূল্যায়ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি প্রগতি সংঘে হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি সংগীত বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চন চৌধুরী

শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রগতি সংগীত বিদ্যালয়র সভাপতি জানে আলম।

এ সময় বক্তারা নিয়মিত সংগীত চর্চা নাচ গান প্রগতি সংগীত বিদ্যালয় অনন্যা ভূমিকা রাখছে উল্লেখ করে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত সংগীত চর্চায় মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাহলে তাদের জ্ঞান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আহবান জানান বক্তরা

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি প্রগতি সংঘের সদস্য রনজিত দে, বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী আবুল কাশেম ও সংগীত শিল্পী অমলেন্দু মজুমদার উপস্থিত ছিলেন।

পরে অত্র সংগীত বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অংশ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর