24.5 C
Dhaka
Friday, October 3, 2025

নাটোরের সিংড়ায় জামায়াত নেতাকে মারধর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলা ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক নামে এক জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটা ও নির্যাতনের মামলায় আজ সোমবার দুপুরে ২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আটককৃতরা হলেন, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাদশা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং করচমারিয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না মন্জুর করে কারাগারে পাঠায়।

জানা যায়, গত ৩রা ডিসেম্বর সাবেক ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে
মামলা করেন ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর