নিজস্ব প্রতিবেদক ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন মঞ্জু এবং সদস্যসচিব হয়েছেন আতিক শাহরিয়া। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব সাজিদ আলম এই কমিটির অনুমোদন দেন।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেয়েছেন চার সমন্বয়ক। কমিটিকে যুগ্ম আহবায়ক করা হয়েছে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিদুয়ান সিদ্দিকীকে । চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহীকে নতুন কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে নতুন কমিটিতে রাখা হয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বায়াত উল্লাহ বায়াত ও ইসলামী বিশ্ববিদ্যায়লের খলিলুর রহমান মোজাহিদকে।
নতুন কমিটির যুগ্ম আহবায়ক রিদুয়ান সিদ্দিকীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। সিয়াম ইলাহীও সমন্বয়ক হিসেবে আন্দোলন চলাকালে সক্রিয় ভূমিকা রেখেছেন।