25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় বজায় রাখা,অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে,আগামী ২২শে ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশের আয়োজন করেছে,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

উক্ত সমাবেশ কে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে আগামী ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সদ্য বিলুপ্ত কমিটির সদস্যবৃন্দ জেলার আওতাধীন সকল উপজেলা পৌরসভার আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ সহ জেলার ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক,আহবায়ক, সদস্য সচিব সহ সকলকে,১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায়,দক্ষিণ জেলা কেন্দ্রীয় কার্যালয় দোস্ত বিল্ডিং ৩য় তলায়, হোসেন শহীদ সোহরাওয়াদি রোড,কোতোয়ালী চট্টগ্রাম কার্যালয়ে উপস্থিতি থাকার জন্য একান্তভাবে অনুরোধ করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর