25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চগড় কালেক্টর স্কুল জয়ী

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশহিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে কারেক্টর স্কুল।

রবিবার খেলায় প্রথমে ব্যাট করতে নেমে কালেক্টর স্কুল

৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ১৯৬ এ টার্গেট দেন । জবাবে ব্যাট করতে নেমে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় সব উইকেট হারিয়ে ৪১.২ ওভারে বলে ১৬৬ রান করে পরাজিত হন । ম্যাচ শেষে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ জাকির হোসেন, সাবেক ক্রিয়া সংস্থার সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক , মির্জা নাজমুল ইসলাম কাজল সহ বিপুলসংখ্যক ক্রিকেট প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন। এ সময় খেলাটি অনুষ্ঠিত হয় পঞ্চগড় স্টেডিয়াম মাঠে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর