25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙামাটিতে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ডিসির বাজার মনিটরিং

আরও পড়ুন

মো:সোহরাওয়ার্দী সাব্বির , রাঙামাটি:

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ৯টি ওয়ার্ডের ওএমএসের চাল বিতরণ কার্যক্রম ও বনরুপা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

বুধবার জেলা প্রশাসনের মনিটরিং টিম ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে বনরুপা বাজার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, জেলা প্রশাসনের এনডিসি মো. শামীম আহমেদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, ট্যাগ অফিসার কনক বড়ুয়া, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারন সম্পাদক তাপস দাশ প্রমুখ।

এসময় জেলা প্রশাসক জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা জেলা প্রশাসনের পক্ষ আজ সকাল থেকেই ওএমএস কার্যক্রম ও বনরুপা বাজার পরিদর্শন করেছি। কেউ যাতে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর