আল আমিন, নাটোর প্রতিনিধি :
নাটোরে হেরোইন সংরক্ষণ এবং বহনের দায়ে আবুল কালাম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর বিচারক মোঃ সোহাগ তালুকদার এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ থানা এলাকার হাকিমপুর গ্রামের মোঃ আমজাদ আলী ওরফে বুড়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর মাদক দ্রব্য অফিসের একটি আভিযানিক দল ২০১৩ সালে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান কালে আবুল কালামকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশির পর তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার মোঃ নাজিম উদ্দিন বাদি হয়ে নাটোরর থানায় আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
মামলা দায়েরের দীর্ঘ্য ১২ বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে মামলার একমাত্র আসামি আবুল কালামের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত।
রায়ে আরোও উল্লেখ করা হয় আসামি আবুল কালামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধারার দোষী সাব্যস্ত করে উক্ত ধারানুযায়ী যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হলো। এই মামলায় আসামি ইতোপূর্বে যে কয়দিন হাজতে ছিলেন, তা সাজার মেয়াদ থেকে কর্তন হবে। আসামি যেদিন ধৃত হবেন বা আত্মসমর্পন করবেন, সেদিন থেকে সাজা কার্যকর হবে।