25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনা – বাকেরগঞ্জ – বরিশাল আঞ্চলিক মহাসড়কে

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক বরিশাল-বাকেরগঞ্জ ও বরগুনার আঞ্চলিক মহাসড়ক। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এ সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া।

উপরন্তু ভারি পণ্যবাহী যানবাহন চলাচলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কগুলো। ওজন স্কেল স্থাপনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে সড়কটিকে চার লেনে উন্নীতের দাবি স্থানীয়দের।
বিগত সরকারের আমলে যাতায়াত ব্যবস্থায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি সম্ভাবনাময় জেলা বরগুনায়। শিল্প ও ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনতে সড়কটিকে ঘিরে নানা পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথের বিভাগীয় কর্মকর্তা।

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ পয়েন্ট থেকে একটি সরু সড়ক চলে গেছে বরগুনার দিকে। এই সড়কটিই ঢাকা বা বরিশালের সাথে বরগুনা সদরের সরাসরি যোগাযোগের একমাত্র পথ।

বাকেরগঞ্জ- বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের প্রস্থ আটকে রয়েছে মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। ফলে, প্রায়ই দুর্ঘটনা ঘটার পাশাপাশি জেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ব্যাহত।

যাত্রীরা বলেন, ‘বাকেরগঞ্জ যাওয়ার পথে ৪০ থেকে ৫০টি বাঁক আছে। যখন আমরা বাঁকগুলো ক্রস করি তখন মনে হয় এই বুঝি পড়ে গেলো। অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা অনেক বেশি। যদি রাস্তাগুলো প্রশস্ত করা হয় বা বড় করা হয় তাহলে আমাদের জন্য যোগাযোগ করাটা সুবিধা হতো।’

বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ‘আমাদের একটি সমস্যাই আমাদের পর্যটন শিল্পকে পুরোপুরি বিকশিত করতে পারছি না। সেটি হলো বরিশালের সাথে মানে বাকেরগঞ্জের সাথে বরগুনার যোগাযোগটা খুব সরু সড়ক। এই সড়ক ধরে গাড়ি আসতে অনেক কষ্ট হয়।’

দিনে পুলিশের টহল থাকায় গভীর রাতে ৪০ থেকে ৫০ টন ওজনের পণ্যবাহী ট্রাক চলাচল করে ২৫ টন ধারণক্ষমতাসম্পন্ন এ সড়কে। এ রুটে ওজন স্কেল না থাকায় পুলিশ বিভাগকেও পড়তে হয় বিড়ম্বনায়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, ‘বরগুনা জেলায় কোনো ওজন স্কেল নেই। সুতরাং একটা গাড়িকে হুট করেই কিছু বলতে পারি না। যেটা দৃষ্টিগোচর হচ্ছে ওভারলোড কিন্তু কাগজ কলমে এটা প্রমাণ করতে পারছি না। এখানে একটা ওজন স্কেল স্থাপন করা প্রয়োজন।’

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এই সড়কটি প্রশস্ত করার কার্যক্রম এবং বাঁকগুলোকে সোজা করা যায় কি না সে বিষয়ে একটা প্রজেক্টের কার্যক্রম চলছে বলে প্রধান প্রকৌশলী আমাকে জানিয়েছেন। এরইমধ্যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি আঞ্চলিক সড়কটিকে যেন চারলেনে রূপান্তর করে এবং বাঁকগুলোকে অপসারণ করে যেন সোজা করতে পারে।’

বরিশাল বরিশাল জোনের সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান বলেন, ‘এই সড়ককে আঞ্চলিক মহাসড়ক মানে উন্নয়নের লক্ষ্যে আমাদের বিভাগ থেকে একটি স্টাডি কার্যক্রম চলমান রয়েছে।’

বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি চারলেনে উন্নীত করা হলে জেলার পর্যটন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি পালে হাওয়া লাগবে সামগ্রিক ব্যবসা বাণিজ্যের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর