25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল মান্নান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।গতকাল রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান উপজেলার সমসখলসী গ্রামের আইন উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্থানিয়রা জানান, গতরাত সাড়ে ১২টার দিকে মান্নানসহ কয়েকজন রামসা কাজিপুর এলাকায় পুকুর পাড়ে যায়। পুকুর গুলোর পাহারাদাররা অন্ধকারে তাদের দেখে চিকৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করে।এসময় সবাই পালিয়ে গেলেও পার্শবর্তী এলাকায় কাসোবাড়িয়া গ্রামের মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে আজ সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর