30.3 C
Dhaka
Friday, October 3, 2025

ক্লার্কের সেঞ্চুরিতে চিটাগংয়ের বড় জয়

আরও পড়ুন

তানভীর আহমেদ ::

বিপিএলে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়েছে চট্টগ্রাম কিংস। আগে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে ২০০ রানের পাহাড়সম সংগ্রহ পায় চট্টগ্রাম। লক্ষ্য তাড়ায় খুলনার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটার। সর্বোচ্চ ৩৭ রান করেন রাসুলি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৫ রানে থামে খুলনা। 

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে উসমান খানকে হারায় চিটাগং। তিনে বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। পারভেজ হোসেন ইমনের সাথে তার ১২৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় চিটাগং। ইমন ২৯ বলে ৩৯ রান করে বিদায় নিলে আর কেউ তেমন সঙ্গ দিতে পারেননি ক্লার্ককে। তবে একাই দায়িত্ব নিয়ে ৫০ বলে ১০১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও ছয়টি ছক্কার মার।

ক্লার্ক ইরশাদের শিকার হয়ে বিদায় নিলে আর কেউ বলার মতো রান করতেতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের পুঁজি পায় চিটাগং কিংস।খুলনার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ।জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার ডম সিবলিকে হারায় খুলনা। তিনে নেমে ঝড় তোলেন মিরাজ, তবে বড় হয়নি তার ইনিংস। তিনটি চার ও এক ছক্কায় ৮ বলে ১৯ রান করেন মিরাজ। এরপর ফেরেন আরেক ওপেনার নাঈম শেখও। ১৫ বলে ২০ রান করে আফিফ। বিপিএলে অভিষেক রাঙাতে পারেননি মাহফুজুর রহমান রাব্বিও। একপর্যায়ে ৭১ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় খুলনা।

এরপর রাসুলি ও নওয়াজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে খুলনা। তবে দুইজনের দ্রুত বিদায়ে শেষ হয়ে যায় খুলবার আশা। ৩১ বলে দুই চার ও এক ছক্কায় ৩৭ রান করে সাজঘরে ফেরেন রাসুলি, নওয়াজের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৫ রানে থামে খুলনা টাইগার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর