25 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়ায় বিএনপি-সমন্বয়ক দ্বন্ধে পন্ড তারুণ্যের উৎসব

আরও পড়ুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপি ও সমন্বয়কদের দ্বন্ধে পন্ড হয়েছে পটিয়া উপজেলার ৯ নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব।

জানা যায়, সোমবার বিকেল ৩ টায় ৯ নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিষদের অডিটোরিয়ামে আয়োজন করা হয় তারুণ্যের উৎসবের। এতে রাজনৈতিক দলসমূহ ও ছাত্রপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। অভিযোগ উঠে, অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ দখলে নেন বিএনপির নেতা-কর্মীরা। ছাত্র প্রতিনিধিদের বসানো হয় দর্শকদের সারিতে। আর সঞ্চালনায় ছিলেন নয়ন নামের পটিয়া উপজেলা ছাত্রদলের এক নেতা। সঞ্চালনার এক পর্যায়ে ছাত্রদল নেতা নয়ন নিজেকে সমন্বয়ক দাবি করে সভাস্থলে কোনো ছাত্র প্রতিনিধি নাই বলে দাবি করেন। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান এবং হল ত্যাগ করেন। পরে তারুণ্যের উৎসব অনুষ্ঠান আর হয়নি। অনুষ্ঠান পন্ড হওয়ার পর বিএনপির দুই গ্রæপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ বিষয়ে জানতে চাইতে জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ” ইউনিয়ন পরিষদের সমন্বয়হীনতার কারনে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। ছাত্ররা অনুষ্ঠানে আসবেন এই বিষয়ে আমরা অবগত ছিলাম না বলে মঞ্চে আমাদের নেতৃবৃন্দ বসে পড়েছিল। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি।” ছাত্র প্রতিনিধি তালহা রহমান বলেন, “ছাত্রদের সাথে অসৌজন্যমূলক আচরণ করাই আমরা প্রোগ্রাম স্থান ত্যাগ করি।” এ বিষয়ে ৯ নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সচিব নয়ন ভট্টাচার্যের সাথে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর