25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

রাতের আঁধারে অজ্ঞাত স্থান থেকে বরগুনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরও পড়ুন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় অজ্ঞাতস্থান থেকে বরগুনা জেলা ছাত্রলীগের কর্মী ও বেতাগী উপজেলার ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন ।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এর ফেসবুক ওয়ালে সন্ধ্যার পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও আপলোড করা হয়।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগের পেইজ থেকে বেতাগী উপজেলা ছাত্রলীগের কেক কাটা শেখ মুজিবুর রহমানের ছবি হাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এরকম একটি পোস্ট দেওয়া হয় ‌ । এছাড়াও ঝাপসা একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কারো মুখ দেখা না গেলেও জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান শোনা যায়।

এছাড়াও রাত ১০:২০ এর দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান তার নিজ ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান ।

০৫ আগষ্টের পর থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজ্ঞাত স্থান থেকে নিজেদের ফেসবুক ওয়ালে বিভিন্ন ধরনের লেখা এবং ভিডিও দিয়ে আসছেন।

উল্লেখ্য ২৩ অক্টোবর ২০২৪ ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর