25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি জায়গা জবর দখলের সংবাদ সংগ্রহ:সাংবাদিকদের ওপর হামলা

আরও পড়ুন

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি জায়গা জবর দখলের সংবাদ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথিমধ্যে আব্দুল্লাহ আল মানছুরসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলা’য় হুকুমের আসামী করা হয়েছে কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আব্দুল হাই কানুকে। এ ছাড়া অজ্ঞাত ৫/৬ জনসহ আসামি করা হয়েছে বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম মোস্তফা বিপ্লব, বাতিসা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এ মামলায়।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন-আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে- গত বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা’য় খালের সরকারি জায়গা ভরাট করে অবৈধ ঘর নির্মাণকারীদের তথ্যচিত্র সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে যান দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি আব্দুল্লাহ আল মানছুরসহ অন্যান্য সাংবাদিকরা।

সরকারি জায়গা’য় অবৈধ ভাবে ঘর নির্মাণকারীদের চিত্র ক্যামেরায় ধারন করে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর কুমিল্লা নগরীর বজ্রপুরে অবস্থিত তাহার বাসায় ফিরে আসে। রাত ৮:৫১ টায় সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের মুঠোফোনে কল করে অজ্ঞাত ব্যক্তি কম্বল বিতরণ করার কথা বলে তাকে বাসা থেকে বের হতে বলেন।

অজ্ঞাত এই ব্যক্তির মুঠোফোনের কল পেয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর কম্বল বিতরণের ঘটনাস্থলে পৌছা মাত্রই আব্দুল হাই কানুর নির্দেশে হত্যা মামলার আসামী চৌদ্দগ্রাম স্বেচ্ছাসেবকলীগ নেতা বিপ্লব, ডালিম, বাতিসা ইউনিয়ন যুবলীগ সদস্য হেলাল উদ্দিন মেম্বার, ইয়াবা রাশেদ, লিটন মজুমদার, যুবলীগ নেতা কফিল উদ্দিন, বাচ্চু মিয়া, কে এম নাজিম উদ্দিন, বারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাশেম, ইয়াবা রেজাসহ আরো ৫/৬ জন অজ্ঞাত সন্ত্রাসীরা আব্দুল্লাহ আল মানছুরের উপর অতর্কিত হামলা চালায়।

সাংবাদিককে মারধর করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিরা অবৈধ দখলদারদের পরামর্শে ভিডিও ডকুমেন্ট সংরক্ষিত সাংবাদিকের ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে আব্দুল হাই কানুকে হুকুমের আসামী করে ১০ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং-৮০, জি আর -৯৭৬।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর