25 C
Dhaka
Thursday, October 2, 2025

প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাতিক্রমী আয়োজন বরগুনা জেলা ছাত্রদলের

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:

প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উন্নয়নমূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে বরগুনা জেলা ছাত্রদল।
বরগুনা পৌর শহরের শতাধিক স্পিডব্রেকারে সাদা রং দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা ছাত্রদল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দেওয়ার কর্মসূচি গ্রহন করে তা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও দুস্থ দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, ১ জানুয়ারী বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে বরগুনার সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বরগুনার সৌন্দর্য উন্নয়নে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় বরগুনার সকল ইউনিটের সকল ছাত্রদলের নেতাকর্মী সামাজিক ও মানবিক কাজের আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর