25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাইয়ে ২৮টি পরিবারের মাঝে “মানবিক জাগরণ” এর শীতবস্ত্র বিতরণ।

আরও পড়ুন

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন মূলক সংগঠন “মানবিক জাগরণ” এর পক্ষ থেকে মিরসরাইয়ে বসবাসকারী সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়েছে।

গত ২৩ই ডিসেম্বর রোজ সোমবার মীরসরাই উপজেলার বারৈয়ারহাট, বাংলাবাজার, আদর্শ গ্রাম, শুটকিহাট, মেহেদি নগর, চিনকি আস্তানা রেলস্টেশন সহ আরো কিছু জায়গায় “মানবিক জাগরণ” ২য় তম শীতবস্ত্র বিতরণ-২০২৪ কার্যক্রম সম্পন্ন হয়। “”এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট””- এ প্রতিপাদ্যে বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে কম্বল পৌঁছে দিয়েছে সংগঠনটির সদস্যবৃন্দ । শীতবস্ত্র প্রকল্পের দায়িত্বে থাকা সংগঠনের সকল সদস্য ও কার্যনির্বাহী সদস্য মো. নাজুমল হোসেনের পরিচালনায়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি “আবু ফয়সাল” ও সাধারণ সম্পাদক “কাজী আইনুল করীম”।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি মুহাম্মদ আলতাফ মাহমুদ, সাধারণ সাংগঠনিক সম্পাদক নাদিম উদ্দিন রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমান মুনতাজির নিঝুম, প্রচার সম্পাদক ফাহিম শাহরিয়া মাহি, দপ্তর সম্পাদক পারভেজ খান, দুস্থ ও ত্রাণ সম্পাদক, ইফতেখার আহমেদ সিয়াম, যুব ও ক্রীড়া সম্পাদক সামির, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল নাহিদ এবং সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। এসময় অসহায় ২৮ টি পরিবারের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়।

উল্লেখ্য, বরাবরের মত অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি “মানবিক জাগরণ” শীতার্তদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর