আল আমিন, নাটোর প্রতিনিধি :
ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর নাটোর শহরের প্রতিটি দেয়াল সাজে নতুন রূপে। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
তবে গতকাল বুধবার দেখা যায় ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান লেখা রয়েছে।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনার ঝড়।
নাটোর নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারি কলেজের দেয়াল, সদর উপজেলা পরিষদের দেয়ালসহ বেশকিছু স্থাপনার দেয়ালে দেখা যায় ‘জয় বাংলা’ স্লোগান।
এদিকে বুধবার দুপুরেই গ্রাফিতির ওপর জয় বাংলা লেখা গুলো মুছে দিয়েছে নবাব সিরাজ-উদ- দৌলা কলেজ ছাত্রদল।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। এই স্লোগান আমরা হৃদয়ে ধারণ করি , কোনো অপশক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরাতে পারবে না। সারাদেশে আমরা জয় বাংলা স্লোগান লিখনি কর্মসূচি পালন করছি।
নবাব সিরাজ-উদ- দ্দৌলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়ের হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনার দোসরারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পাঁয়তারা করছে। যার ফলশ্রুতিতে রাতের আঁধারে তারা নাটোর শহরের বিভিন্ন দেয়ালে এসব উস্কানিমূলক লেখা ও স্লোগান লিখছে। আমরা বলতে চাই কোন অপশক্তি বাংলাদেশে আর মাথা চাড়া দিতে পারবে না। নাটোরে জেলা ছাত্রদল এসব অপশক্তিকে রুখে দিবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিয়াস বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট থেকে জাতীয় স্লোগান নয় বলে জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ তাদের স্লোগান দিবে দিক। এটা আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, একটি গ্রুপ স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতেই এসব কর্মকাণ্ড করছে। এবিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।