প্রেস বিজ্ঞপ্তি ::
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সচিবালয়ের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রামের সাংবাদিক প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিক নেতৃবৃন্দ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আমন্ত্রণ জানান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মিয়া মোহাম্মদ আরিফ।
এছাড়া প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।