সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:
মঞ্চে কখনো বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ্দৌলার শোচনীয় পতনের কাহিনী, কখনো ঘষেটি বেগম ও মীরজাফরের ষড়যন্ত্র, আবার কখনো চেঙ্গিস খানের রক্তপিপাসার হুঙ্কার। একেরপর এক যাত্রাপালা দেখতে অপলক দৃষ্টি দর্শকের।
বরগুনার বিসিক শিল্প নগরী মাঠে আয়োজিত হচ্ছে ৭ দিন ব্যাপী বরিশাল বিভাগীয় যাত্রা-উৎসব ২০২৪। ঐতিহ্যবাহী এই যাত্রা পালা দেখতে নেমেছে মানুষের ঢল।
অভিনয় শিল্পীরা বলছেন,অনেকদিন পরে মঞ্চে উঠে আনন্দিত বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ যাত্রাপালার শিল্পীরা। এ শিল্পকে টিকিয়ে রাখতে চাইছেন সরকারের সহযোগিতা।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাকে টিকিয়ে রাখতে পদক্ষেপের কথা জানান আয়োজক কর্তৃপক্ষ, এদিকে, নিরাপদে যাত্রা প্রদর্শন ও প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রশাসনের।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তথ্যমতে তিন দশক আগে দেশে পাঁচশোর বেশি যাত্রাদল থাকলেও নানা সংকটে সে সংখ্যা কমে বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত যাত্রাদলের সংখ্যা ২০৫ টি।