25 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়ায় বাস খালে পড়ে নিহত ২

আরও পড়ুন

 

পটিয়া প্রতিনিধি;

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা হসপিটালের সামনে হানিফ বাসের ধাক্কায় এমএম ট্রাভেলস নামে একটি বাস খালে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম, মুহাম্মদ সাবু (৬০) তিনি উপজেলার উত্তর হরিণ খাইন গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র, অপরজন ভোলা (৫০) তিনি মনসা এলাকার বিনানিহারা গ্রামের নুর নবীর পুত্র।

এসময় আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে হানিফ নামের একজন গুরতর আহন হন।

সূত্রে জানা গেছে, পটিয়া থেকে যাত্রী নিয়ে এমএম ট্রাভেলস চট্টমেট্রো -জ ১১-১২৯৯ এর একটি পরিবহণ শহরমুখী যাচ্ছিল। যাত্রী নেওয়ার জন্য মনসা হসপিটালের সামনে এসএম ইউসুফ সড়ক সংলগ্ন জায়গায় দাঁড়িয়েছিলো। কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি পিকনিক বাস পেছন থেকে ধাক্কা দিলে এমএম ট্রাভেলস এর বাস পাশ্ববর্তী খালে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা সাবু ও পরে চিকিৎসাধীন অবস্থায় ভোলা মারা যান।

এই বিষয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ওসি জসিম উদ্দিন জানান, দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর