25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রাম সমিতি ইউকে ও অ্যাশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত

আরও পড়ুন

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক:

চট্টগ্রাম সমিতি ইউকে, চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (অ্যাশ ফাউন্ডেশন) ও সেন্ড অ্যা লিটল হোপ ইউকে এর যৌথ উদ্যোগে সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবারের দিনব্যাপী এই আয়োজনে দুই শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু সেবা পেয়েছেন। যাদের মধ্যে ২০ জনের ছানি শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর সভাপতি নাজিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম সমিতি ইউকে ওই দেশে বসবাসরত চট্টগ্রামের মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সমন্বয় করে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই আমরা বিনামূল্যের চক্ষু ক্যাম্পেের আয়োজন করছি। এই আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজন করেছে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ শওকত ইকবাল ফারুকী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর