25 C
Dhaka
Thursday, October 2, 2025

নৈসর্গিক চট্টগ্রামকে নান্দনিক শহরে রুপান্তরিত করা হবে

বিজয় মেলা মঞ্চে প্যানেল আলোচনা সভায় বক্তারা

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রাম বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে নাগরিক ভাবনা নিয়ে প্যানেল আলোচনা ‘কথামালা’। রবিবার  (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের কাজির দেউড়ী এলাকার বিজয় মেলা মঞ্চে নগরের উন্নয়ন ভাবনা নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রামের সিটি মেয়রসহ বিশিষ্টজনেরা। 

নাগরিকদের নানা সমস্যা ও সংকট উত্তোরনের উপায় নিয়ে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, নগর পরিকিল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ শরীফ উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত নাগরিক ফোরামের সদস্য সচিব জনাব হাসান মারুফ রুমি।

এসময় সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, ‘ এই শহর সবার। ভবিষ্যত প্রজন্মকে বাসযোগ্য নগরী উপাহার দিতে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে চট্টগ্রামকে ঢেলে সাজানো হবে। নগরে আবর্জনাকে সম্পদে রুপান্তরিত করতে ‘রিসাইক্লিন প্রজেক্ট’ নেবে চট্টগ্রাম সিটি করপোরেশন। অচিরেই খেলার মাঠ ও পার্কগুলোর উন্নয়নে হাত দেয়া হবে। ‘

আলোচনায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “এ শহরে প্রতিনিয়তই বায়ু দূষণ, পানি দূষণ, বন উজাড় এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মতো নানবিধ হুমকির সম্মুখীন হয়। যারা পাহাড় কাটছে, খাল দখল করছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অর্থনৈতিক কর্মকান্ডের পাশাপাশি নগরবাসীর মানসিক স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে। খেলার মাঠ, পার্ক, জলাধার সংরক্ষণ ও উন্নয়নে সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হবে। ইতোমধ্যে পরিকল্পনাবিদদের সাথে পরামর্শ করে পর্যটন স্পটগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলায় পর্যটন শিল্প বিকাশ বর্তমান জেলা প্রশাসন মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকত, আনোয়ারা উপজেলার পারকি সৈকত, সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী সৈকতকে বিশ্বমানের পর্যটন স্পট হিসেবে গড়ে তুলার জন্য সী সাইড থেকে সরিয়ে কান্ট্রি সাইডে বীচ ম্যানেজমেন্ট কমিটি দেয়া নিদিষ্ট মাপ অনুযায়ী দোকান ঘর নির্মানের টার্গেট নেয়া হয়েছে। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে তথ্য ও সেবাকেন্দ্র এবং ট্যুরিষ্ট পুলিশের জন্য শেড/অফিস নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্যানেল আলোচনায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সমস্যা সমাধানে সকল সংস্থা সমন্বয় করে কাজ করলে চট্টগ্রাম শহরকে নান্দনিক শহরে রুপ দেয়া সম্ভব। ‘

পরে মেলা বঞ্চে  সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশেন জনপ্রিয় ব্যান্ডদল সোলসসহ নগরীর বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর