কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বৃদ্ধা মা-বাবাকে মারধরের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাসুদ রানা (৩২) ও মোঃ কুদরাত-ই-হৃদয় (২২), গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ রানার মেয়েকে প্যান্ট পরানোর ঘটনায় দাদী হালকা ধমক দিলে দুই ভাই ক্ষিপ্ত হয়ে মা-বাবাকে মারধর করেন। এতে বাবার তিনটি দাঁত ভেঙে যায়। এছাড়া মা শ্লীলতাহানির চেষ্টা ও গাছে বেঁধে রাখার চেষ্টা থেকে স্থানীয়রা মনয়ারা বেগমকে উদ্ধার করেন।
ভুক্তভোগী মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল হেলাল মাহমুদ জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
